আমি সবকিছুকে উল্টো করে ভাবি
পাশে নেই আছো বুকের কাছাকাছি,
প্রেমের জন্য নেই কোন নেই দাবী
বুকের ব্যথায় কাতর তবু আমি বাঁচি।


একদিন তুমি আসনি তখন হৃদয়ে
আমি খেলেছি অনিশ্চিত প্রেম খেলা,
আজ দেখ সত্যিকার প্রেমের উদয়ে
উদাস মনে বয়ে যায় ব্যথাতুর বেলা।


আমি আজো তবু উল্টো করে ভাবি
একদিন হয়ত মিলন হবে দু'জনার,
তোমার হাতে প্রেম-সিন্ধুকের চাবি
বেদনাময় ব্যথা বুকে এই পাওয়ার।


যা চেয়েছি, পেয়েছি উল্টো করে ভেবে
ফুলের সুভাস দুর্গন্ধীও হয় বুঝেছি,
তবু সেই সুভাস কি আমায় তুমি দেবে?
উল্টোকে আজ সোজা নেব কাছাকাছি।