আর কতকাল কাঁদবো বলো দুঃখে ভরা দিনে
সুখের ঘোরে গড়লাম আমি দুঃখের এক পাড়া,
যে পাড়াতে দুঃখের মাঝে সুখ গুলো আজ ঋণে
অবহেলিত এই জীবন হঠাৎ হৃদয়ে দিচ্ছে নাড়া।


বুঝিনা ছাই, দুঃখের লাগি সুখের কেন ক্রন্দন
সুখ-দুঃখ মিশিয়ে হোক বিনিময়ের এক নাম!
অন্য জনের দুঃখের খোঁজে হৃদয় যেন স্পন্দন
যে গিয়েছে যাক না তবে, ঝড়াবো কেন ঘাম?।


তুমি শেষ বিদায়ে শেষ করেছ শেষের যেই স্বরে
আমি আর উল্টো ফিরে চাই নি তোমার পানে,
তিলেতিলে গড়ে তোলা আমার দুঃখরা সব ঘরে
তুমি দুঃখ মাঝে খুঁজলেনা, কী ছিল তার মানে।