১৯৫২—
দেখিনি তোমার বিদ্রোহী যুদ্ধ
কখনো কাটেনি তোমার সাথে,
শুনেছি শুধু মানুষের মুখে-মুখে
দেখেছি স্বপ্নে কালো-প্রভাতে।
তোমার স্মৃতি তোমার সুখ
উপভোগ করি স্বাধীন জয়গান,
যে ভাষা তুমি দিয়েছ মোদের
সে ভাষায় দিলাম সহস্র সেলাম।


১৯৭১—
আমি অনেক শুনেছি দাদীর কাছে
তোমার ছিল বিষে ভরা নয়টি মাস,
প্রতিটি ক্ষণে ছিল অনেক আর্তনাদ
সর্বক্ষণ লেগেছিল কঠোর সর্বনাশ।
তোমার সামনেই মা-বোনের...
পরাধীনতার বুকে ছিল অনেক কষ্ট!
আজ কিন্তু তুমি আর পরাধীন নেয়
তবু তোমার বুকেই স্বাধীনতা নষ্ট।