পৃথিবী; সে তো খুব বড়লোক!
তার কতই না অশেষ বিস্তার—
আকাশ, মাটি, প্রচুর বৃক্ষাদি…
কিন্তু দেখ শোষক মানুষ গুলো!
তারা হয়ত ভুলেই গিয়েছে—
এই পৃথিবীতে নিজের বলতে কিছু নেই।
পৃথিবীর মতো এসব মানবদের বুঝি
উদার হৃদয় হতে পারে না?
ভেদাভেদহীন মানুষে মানুষে সমান—
হতে পারে না?
রাস্তায় পড়ে থাকা মানুষ গুলো কি রক্ত বিহীন?
নাকি তাদের রক্তের রঙ তামাটে হয়?
হে বড়লোক সবিনয় অনুনয়;
তোমরা তাদের গরিবি নিধন করো
তারা তোমাদের সুন্দর জীবনের প্রার্থনা করবে।
তোমরাও মহান স্রষ্টার সৃষ্টি—
পৃথিবীর মতো উদার হও।