রঙিন পাখিগুলো আজ আর রঙিন নেই,
সময়ের তালে-তাল মিলিয়ে সাদা-কালো।
যে চেনা পৃথিবী এতদিন রঙিন ছিল,
সে পৃথিবীরূপ আজ যেন বিবর্ণ।
যেই গাছের সবুজ রঙ বিমোহিত করেছিল,
সেই গাছের শিরা উপশিরা আজ তামাটে।
চারপাশে কিরণ ছড়ানো যে সূর্যের আলো
যে রশ্মিতে স্নান করেছি প্রায় বহু প্রহর,
সে রশ্মিও আজ যেন সহস্র গুণ তাপ বাড়িয়ে দিলো
যেন ধর্ষণ মুখর জ্যোতি আমায় গ্রাস করতে চায়।
আমিও দুর্বল প্রায়; ঢলে যাচ্ছি ধীরে ধীরে,
আর কয়েক মুহূর্ত; তারপর মিটবো চিরতরে।
কিন্তু এই শেষ মুহূর্ত বেশ উপলব্ধি করে যাচ্ছি
করুণা জুড়ে ভিতরকার সব হিংস্রতা!
কী অপরূপ ভাবে রূপ পালটালো এই জগৎ!
আমি সব কিছু আপন করতে করতে
ভুলেই গিয়েছিলাম এ সবকিছু আসলে পর।
আরেকটু অপেক্ষা...
থাকবো না তোমাদের বহুরূপী পৃথিবীতে,
এই চেনা পৃথিবী শেষ মুহূর্তে হৃদয়ে টনক নাড়লো।
আসলে এখানে নিজের বলতে কিছু নেই,
এর চেয়ে মৃত্যুকে আপন করে নেওয়া শ্রেয়।
আছে শুধু বিধাতার রচনায় এক রচিত গল্প,
যে গল্পে নিশ্বাস আটকাতে সময় লাগে স্বল্প।