আমার এখনকার প্রভাতে সূর্যগ্রহণ লেগেছে
এ গ্রহণ কখনো খুঁজে পাবে না তোমরা কেহ,
মনের সাথে মন আলিঙ্গনকারী সেই দামিনী
আজ লুকিয়ে নিচ্ছে নিজের কোমল দেহ!


জীবনে কত প্রভাত কাঁটিয়েছে আমার ভুবন
রঙিলা স্বপ্নে নীরবতায় জীবন নিয়েছে পণ,
সেসব প্রভাত আকাশে-বাতাসে বিলীন হঠাৎ
কোনো অচিন প্রভাতে জয় করেছি নারী'র মন।
আমিও লোভী; সামলে রাখতে পারিনি নিজেকে
সাড়া দিয়েছি পিরিতে এক অন্য অমূল্য ক্ষণে!
নারীতে ডুবে প্রেমের সুখে উন্মাতাল সহৃদয়
অবশেষে ডুবেছে সব, নারীর মিথ্যে বেদনে।


কতবার বলেছি নিজেকে, নারীর মন অমূল্য ধন
কোনো কালে বুঝে নাই কোন শ্রদ্ধেয় গুণীজন,
সেখানে আমি নাছোড়বান্দা; প্রেমে উন্মাতাল
আজ তাই নতুন প্রভাতে ফিরেছে সূর্যগ্রহণ।