আচ্ছা সিঁদুর-মাখা রমণী তুমি দেখেছ ক'বে?
প্রভাতে সূর্য লাল আস্তরণে আকাশ ঢেকেছে য'বে!
পুরো-মাথা জুড়ে রমণীর খোঁপা দেখেছ ক'বে?
পূর্ণিমা রাতে বিশাল আকারে চাঁদ দেখেছি য'বে!
রমণীর রঙিন শাড়ির আচল দেখেছ তুমি ক'বে?
আকাশ মাঝে নতুন সাঝে রংধনু দেখেছি য'বে!


রমণী তোমায় অন্য ধারায় বুঝেছিল ঠিক ক'বে?
ঝরা ফুলে আমি মধু আহরণে মাতাল হয়েছি য'বে!
এক আবেগপ্রবণ দুষ্টু মন বুঝেছিল সে-যেন ক'বে?
বনের পাখি ঘরে এনে তারে খাঁচাতে ভরেছি য'বে!
বিশাল এক প্রেমের চিঠি সে দিয়েছিল যেন ক'বে?
শেষ মুহূর্তে আমার পৃথিবী বিদায় জানিয়েছে য'বে!