বিশাল বড় নীল পাখনা তোমার
সেই পাখনা তলে উড়বো আজ,
পৃথিবী জুড়ে আছে যত ভালোবাসা
বিলিয়ে দেব, আজ আমি হব পঙ্খীরাজ।
        ভাবতেই অবাক লাগে
        উড়িনি কখনো এর আগে,
        বুঝিনি উড়বার মানে
        প্রেম করার আগে কেউ কি জানে?
ভাবছি প্রেমে আছে কী জাদু
দুই পৃথিবীতে ঝড়ে প্রেমের মধু,
তাইতো আজ দু'বাহু বাড়িয়ে
প্রেম নেবো কুড়িয়ে!
        সুখের পথে চলবো আজ
        উড়বো হয়ে পঙ্খীরাজ,
        ভয়কে রেখে পাছে,
        রঙিন হবে ভুবন নেবে রঙিলা সাঁঝ।
তোমার নীল পাখনা তলে উড়বো আজ
কথা দিলাম আমি, তোমার পঙ্খীরাজ।