একদা এক টিয়ে চড়ুই'কে ডেকে বলে
ও চড়ুই ভাই; বলি শোন মোর কথা,
নাদুসনুদুস শরীরে চল তো ভারী—
সেই শরীরে তোমার নেই কোন ব্যথা?
চড়ুই বলে—অলস দেহে এইতো আছি
ব্যথা তো আছে মনেতে আমার ঢের,
তোমার কথায় খুঁজে পাই ব্যঙ্গ ভাষা,
বলবে সরাসরি; ও কথা বলো না ফের!
বুঝতে পেরে এবার টিয়ে ভাব পালটিয়ে
ও-বাবা; আচ্ছা ঠিক আছে বলবোনা,
তোমার এমন চলন দেখি ভাই সারাক্ষণ
তাই দু'টো মস্করা কথা কি চলবে না?
চড়ুই বলে, ঠিক আছে বলেছ সে-যা,
যা বলবে বলো সোজা—সময় বেশি নাই,
এদিকে আবার সংসার মোর জ্বলছে—
জ্বালাতনে পুড়ে সংসারে উড়ছে ছাই।
টিয়ে এবার ঠাট্টা করে আবারো বলে—
ও-বাবা একি; কি হয়েছে মানুষের ঘরে?
যে ঘরে থাকো সে ঘর কি পুড়েছে নাকি—
বলো মোরে থাকো যদি কোন দরকারে?
চড়ুই বলে হেসে—ও-ভাই বলেছ ঠেসে,
মানুষের ঘরে থাকি; সংসার মোর নাই?
তুমিও তো থাকো ভাই অন্যের কুটিরে
দু'জনই সমান; করো না আবারো বড়াই।