বেঁচে আছো তুমি, ‘আজো লোকে বলে’
ওই কথা শুনে আমি মুচকি হাসি,
আমায় কেন ডুবাও আখির জলে?
আজো সত্যি-তোমায় ভালোবাসি।
আমি আজো তোমার পূজারী!
আবেগ অর্ঘ্যে হয়েছি উদাস কবি,
তুমি আজো আমার কাছে ঋণী!
কারণ আমার অশ্রুজল—
আজো ধার নেই তোমার প্রতিচ্ছবি।


আমায় ছেড়ে একা হারিয়ে গেলে,
চলে গেলে ভাঙ্গতে প্রভুর আড়ি,
প্রিয়জন কে? জানতে চাও নি!
তুমি দেহান্তে দিয়েছ পাড়ি।
তবু তোমারে ভালোবেসে যাবো
এই জন্মে, ‘সারাটি জনম ভর’
সুখ-দুঃখে কাটিয়ে দিবো নিশি-প্রহর।


বিন্দু বিন্দু অশ্রু ঢেলে যাবো
এই হৃদয়ে আঁকা তোমার প্রতিচ্ছবি’তে,
উদাসী কবি হয়ে ঘুরবো অলিতে-গলিতে।
তোমার প্রতিচ্ছবি বুকে নিয়ে—
সযত্নে মোর হৃদয় উঠোনে রাখবো,
এই জনমে সহস্র দুঃখ যাবো সয়ে
ঈশ যদি দেয় পুনর্জন্ম, সেই জনমে
তোমাতে-আমি মিশে থাকবো।