আমি পূর্ণিমারাতে দেখেছি তোমায় একা
সেখানে ছিল শূন্যতার খেলা,
তোমার অহংকারী চোখে করুণ এক ব্যথা
ব্যথাতুর তোমার যায় বেলা।


কাছে ছিলে তুমি, আমার তবু আকুলতা,
অনির্দিষ্ট সুখ কি এমনি হয়?
তোমার সুখ যেন বৃক্ষের মত ঝরাপাতা
সুখ তো এমন হওয়ার কথা নয়।


তোমার যত কষ্ট, মায়াবী চোখের যন্ত্রণা,
সব নেওয়ার জন্য হৃদয় পাতা,
প্রশ্ন করোনা কেন, উত্তর আমি জানিনা!
শুধু চাই শূন্যতায় স্বাধীনতা।