আমার বহমান সময়ের বিরহ প্লাবন!
এক কালে ধবধবে সাদা আমোদ প্লাবন ছিল,
সে কালে দু' জন একজন ছিলাম হয়ত!
কিন্তু এখন আর সেই সাদা টুকু ধবধবে নেই।
সিগারেটের ধোঁয়ার মতন-
ধীরেসুস্থে বিবর্ণ করছে হৃদয়কে।
একদিন হয়ত আঁধার হয়ে যাবে হৃদয়।
এতো আঁধার হবে যে-
সে কালের সাদা হৃদয়ে লেখা প্রেমালাপ মুছে...
মুছে যাবে দু' জনের প্রেমের সুর,
যে সুর বেঁজেছিল ধবধবে সাদা হৃদয়ে!
মুছে যাবে সে সুর আঁধারের বীণায়।
পূর্ণিমারাতে হৃদয় গড়েছ মেঘের খেলায়,
একলা করে যাচ্ছো আবার অমবস্যা-অবেলায়।