বায়ান্ন তাসের তেপ্পান্ন খেলা।
সবার উপর টেক্কা; বেশ বেশ!
টেক্কা কী আর দিতে পারে বলো—
                সব খেলায় ঝমঝমিয়ে রেশ?


বাদশাহ বলে আমি আছি
তোরা তবু চিন্তিত কেন বল!
গোলাম বলে রাজা মশাই—
                থামুন; যাচ্ছি নিয়ে দল।।


এই বলে ছুটেছে সে দল নিয়ে
সব চাল নিমিষে ধসে দেবে!
বদ; তার কী জানা আছে রঙ—
                রঙের প্রহার সবকটি সরাবে।।


অধৈর্য গোলাম ধৈর্য তার নাই
অন্য পক্ষে বন্দি পড়ে গেলো!
রাজা রাগেগরগর তবু হেসে—
                দেখি গোলাম; এবার খেলো।।


গোলাম কী আর বাদশাহ হতে পারে?
                বাদশাহ'র কাজ নিজের দ্বারে।।