তুমি আজ জানালা খানা খোলা রেখো
জ্যোৎস্নাময় আঁখি'র রশ্মি ঢেলে দেখবো তোমায়,
প্রিয়তমা তুমি আজ জানালা খোলা রেখো
আমার চক্ষুশূল তোমাতে না বিঁধলে
তুমিই না-হয় নিজের চক্ষুদ্বয় দিয়ে দেখো।


তুমি আজ জানালা খানা খোলা রেখো
আমার চোখে যদি হঠাৎ অন্তঃসলিলা দেখে ফেলো
তবে তুমিও যেন সে মায়াবী ক্ষণে জড়িয়ে পড়ো না,
আস্তে করে তখন নিজেকে আঁড়ালে লুকিয়ে রেখো
তবুও ভুলে অশ্রু প্লাবিত হলে; আমার আড়ালে ঢেকো।


প্রিয়তমা তুমি আজ জানালা খোলা রেখো
কত বর্ষায় ভিজে যাওয়া, শীতের কুয়াশায় মিশে যাওয়া,
শত নিশিযাপন, দু'জনার রঙিন প্রেম উদযাপন,
সবকিছু আজ আবার তুমি নতুন ভাবে লিখো!
প্রেমময় সাগরে পন্নগ চলে যাওয়া; সে ছবিও এঁকো।
পুরাতনী প্রেম উড্ডয়নে আঁকতে জানালা খোলা রেখো।