মোর অন্তরে
ঘুরিয়া ফিরিয়া থাকো তুমি কোলাহলে,
অচেনা বন্দরে
প্রিয় চেনা মানুষের নূপুরধ্বনি-পা চলে।
প্রকৃতি জুড়ে
শূন্য হৃদয় সদা দিশাহারা পথ ঘুরেফিরে,
নদীর তীরে
মধুর হয়ে বাতাসেরা যেন আমায় ঘিরে।
কুয়াশার ধোঁয়া
আবছা হতে হতে দেখিয়ে দেয় তোমায়,
তোমার ছোঁয়া
সে কুয়াশা অনুভবে ফিরিয়ে দেয় আমায়।
আমার হৃদয়
শূন্যতায় নীরব ছিল এতো যুগযুগান্তর ধরে,
তোমার মায়ায়
সেই হৃদয়ে মাদল বাঁজে অন্তর বিন্দুর 'পরে!