মিশেছো আমার মনে শুভ্র ঘ্রাণে ঘ্রাণে,
মিশে রয়েছো আরো শরীর-প্রাণে।


আকাশে মেঘে মিশেছে পাখি,
সাদা মেঘেতে তার শরীর ঢাকি।
তেমনই হয়ে থাকো তুমি,
লুকিয়ে তোমার পথ-চলা।


নির্ঘুম রজনী গেয়ে যায় গান,
প্রকৃতি জুড়ে তার রেখে গেছে মান।
তেমনই তোমার নীরব কণ্ঠ,
চুপ হয়ে কথাবলা।


কাঁদিয়েছো তুমি কেঁদো না যেনো,
আজ একলা হয়ে তুমি প্রহর গুণো।
আসবো না—
মিটে যাক বেদনায় গাঁথা স্বপ্নমালা।


মিশেছো আমার মনে শুভ্র ঘ্রাণে ঘ্রাণে,
মিশে রয়েছো আরো শরীর-প্রাণে।