মা; পৃথিবী সে তো আসে পরে
তোমার জন্যে দেখেছি যে ভুবন,
ভাবতেই বুকে কষ্টের জালা ধরে-
ছেড়ে যেতে হবে স্বাদের জীবন?।


মা; ঠাই পেয়েছি যে শান্তির কোলে
চলতে শিখেছি যার আঙ্গুল ধরে,
প্রহর কাটিয়েছি যে আঁচলের তলে
সেই পৃথিবী বলো ছাড়ি কেমন করে?।


মা; আমায় ছেড়ে রবে কেমন করে
আমি তো সেই ছোট্ট খোকা তোমার,
তুমি আমার আগে যেও না বহুদূরে
বেঁচে থেকে ও মরণ হবে আমার।