কিছু পুরনো স্মৃতি মিশেছিল
স্পন্দিত হৃদয়ে কষ্টের কোণে
অন্তরের গহীনে,
ভাবনায় থেকেছ শতাব্দীকাল
ঠাই দিয়েছি তোমায় সেখানে
আমার মনে।


আমার চোখ জুড়ে কষ্টের জল
বুঝেনা সে এ শুধু অজানা ছ্ল
করেছে কল্পনা।
নোনাজলে ঝরে কঠোর সত্যি
এ তো গল্প না।


পুরনো স্মৃতির টুকরো কাগজে
জমাট বেধেছিল হাজারো শুভ্র
দুস্বপ্নে ঘেরা ধুলো,
ফুঁ দিতেই যেন সব উড়ে গেল
ধুলোয় মিশে থাকা কষ্টের সেই
অভিমান গুলো।


পীড়িত হৃদয় বুঝে না আজো
জানিনা বুঝেনা কেন সে ছলনা
আঁকে আলপনা,
আমার চোখ জুড়ে কষ্টের জল
বুঝেনা সে এ শুধু অজানা ছ্ল
করেছে কল্পনা।
নোনাজলে ঝরে কঠোর সত্যি
এ তো গল্প না।