কি চেয়েছে সে পেয়েছে কি?
বিবেক ঠেকেছে যেন আজ সব পর্দার আড়ালে!
বাঁশ বাগানের তলে সে খুঁজেছে আকাশের তারা,
বুঝতেই পারেনি কুকুর পিছনে নিয়েছে তাড়া।
হাসিতে মাখা মুখখানি তার মায়ার কাছে ক্ষুব্ধ,
সে হাসি আজ বিলীন হয়ে মনেতে লেগেছে যুদ্ধ।


কি চেয়েছে সে পেয়েছে কি?
পশু-মানবেরা চিনেনা যেন কে মা-বোন-ঝি!
বয়ে যাওয়া ঝর্ণাধারার স্বচ্ছ জলের মতো
যে মেয়েটি হৃদয়ে কোমলতা মাথা পেতে নিতো,
সে মেয়েটির চক্ষু বেয়ে কেন পড়ছে নোংরা জল?
এতো মানুষরূপী পশু গুলোর পেশির নোংরা ছল্।


কি চেয়েছে সে পেয়েছে কি?
কি চেয়েছে সে পেয়েছে কি, ঘৃণাকর এক পৃথিবী!
যে পৃথিবী সুন্দর ছিলো মেয়েটির হৃদয়ের এক কোণে,
সে পৃথিবী আজ হয়েছে সে চলে যাওয়ার মানে।
পৃথিবীর কি দোষ ছিল মেয়েটি ছেড়েছে আজ তারে?
আর একটি প্রাণ বিদায় নিলো পৃথিবীর বুক ছেড়ে।