খুঁজেছি তোমায় সারা রাত জেগে
অমাবস্যা মাখা রাতের আঁধারে,
জোনাকি প্লাবিত জ্যোতি পাশে,
ঘন জোয়ারের মেঘে খুঁজেছি কতবার।
অনুভবে চেয়েছি রাতের শিউলি
ফুলের সুগন্ধিতে মাখা শুভ্র ঘ্রাণে,
নিস্তব্ধ প্রকৃতিতে তোমার উপস্থিতি চেয়েছি।
না-পেয়েও খুঁজেছি শতবার।


রাতের আঁধারে চুপটি করে দাঁড়িয়ে
থাকা গাছটির পাশে খুঁজি আনন্দে,
ওখানেই তোমার-আমার শেষ দেখা।
এখনো ফিরে-ফিরে আসি প্রতিবার।
নিশিদিন তোমায় স্বপ্নে দেখি আমি,
হঠাৎ ঘুম ভাঙলে বাউণ্ডুলে হয়ে
খুঁজেছি তোমায় যতবার, পাইনি!
নীরব-অশ্রু বেড়িয়ে পড়ে ততবার।
এখনো খুঁজি—রাতের আঁধারে,
জোনাকি প্লাবিত জ্যোতি পাশে,
ঘন জোয়ারের মেঘের পাশে,
শিউলি ফুলের শুভ্র ঘ্রাণে,
নিস্তব্ধ প্রকৃতি জুড়ে,
চুপ থাকা সেই গাছের সাথে,
পাবোনা! পাবোনা জানি।
তবু খুঁজবো তোমায় বারবার; শতবার।