সুন্দর ধরণীতে অবুঝ বালক আমি
লুটায়েছি মোর ঐশ্বরিক দেহ খানি,
চতুর্দিক হচ্ছে তখন মাদলের বরষা
বাঁচি কী মরি; কেবল স্রষ্টায় ভরসা।



সুন্দর ধরণীতে আমি এসেছি একেলা
পবিত্র প্রকৃতিতে মিশে করছি শুধু খেলা,
শৈশবের স্বর্গীয় সুখ মিশেছে দেহজুড়ে
বুঝেও বুঝিনা কিছু হৃদয় সদা ভবঘুরে।



কৈশরে যৌবন গিয়েছে মোর দেহ ভরি
শৈশবের চেনা সব চলে গেছে পথ ধরি,
এইকালে হৃদয়ে মোর ঘন মেঘ ঘুরে ফিরে
গভীর থেকে শত-শত চিন্তারাজ্য উঁকি মারে।



শেষকালে বেশ ভালো স্মৃতিরা মনে আসে
হৃদয়ে জমিয়ে রাখা স্মৃতিগুলো চোখে ভাসে,
পুণ্যতা যত মনে আসলে স্বর্গীয় লোভ জাগে
পাপের ভান্ডার মনে আসলে মুহূর্ত কাঁটে দাগে।