হঠাৎ একটি চিত্র ফুঁটে উঠলো বুকের ভিতরে
নিমিষে আবার হারিয়ে গেল চিরতরে,
ভেবে ভেবে যাই কোথায় হারালো সে চিত্র
কোন নদীর জোয়ারে ভেসে গেল সমুদ্দরে।
না পেয়ে খুঁজেছি কত সেই অজানা চিত্র
জানিনা সে চিত্র শত্রু নাকি পরম মিত্র,
অনেক খুঁজেছি আলো-আঁধারের হৃদয়ে
খুঁজেছি সবার আড়ালে খুঁজেছি সর্বত্র।
পাইনি এখনো তারে আমি পাবোনা জানি
তবু যদি একবার সেই চিত্রের দেখা মিলত,
গোপনে প্রশ্ন করতাম কোথায় তুমি থাকো?
যেখানে থাকো আনতে গেলে দাম পড়বে কত?
দাম দিয়ে সেই চিত্রের দেখা তবুও যদি মিলতো!
খোলা মাঠে একাকী আমি খুঁজেছি কত রেগে,
কখনো বা হালকা চোখে আকাশ দেখেছি মেঘে,
পাইনি তবু একাকীত্বে মেঘের ভাঁজে দেখে।
তুমি আরেকবার এসো দেখবো পরাণ জুড়ে
তোমায় না দেখলে জীবন সদা চলবে ভবঘুরে,
হে চিত্র তুমি মিত্র আমার একবার দেখা দিও
একবারের বিনিময় না হয় এই জীবন নিয়ে নিও।