খোকা আজ খুকি সেজেছে
হাসতে সবাই বাধ্য,
দেখলে তারে হাসি আসবেই
আটকানোর নেই সাধ্য।


চোখ দুখানা কালো হয়েছে
আঁচল-মুখে হাসছে মা,
কাজল কালো চোখ দুটিতে
লাগিয়েছে আবার সুরমা।


পরনে তার দিদির জামা
আজ কৌতুহলে মন,
খোকা সবার চোখের মণি
সবার অমূল্য রতন।


খোকার ভাষায় অবুঝ সবাই
লাগে ভীষণ তুচ্ছ,
এই ভাষাতো খোকার কাছে
মূল্যবান আর গুচ্ছ।