‘কখনো যদি বৃষ্টি এসে তোমার উপর ঢলে পড়ে?’
জড়িয়ে নিয়ে সারা গায়ে মাখবো আমি তারে


‘মাখবে?- যদি হঠাৎ করে রোদ্দুরে সে মিটিয়ে পড়ে?’
আর কখনো আসলে পিষিয়ে মারবো একেবারে


‘মারবে?- ভয়ে যদি না আসে সে যুগযুগান্তর চিরতরে?’
এমনি বললাম তারে ছাড়া বাঁচি কেমন করে


‘তাই বুঝি; বাঁচবে না তারে বিনা তবে ভয় দেখাও কেন?’
জীবন থেকে বৃষ্টি আমার হারিয়ে না যায় যেন


‘আচ্ছা ধরো হারিয়ে গেল সে তোমার অজান্তে তখন?”
অপেক্ষাতে থাকবো শুধু না আসে যতক্ষণ


‘আর কোনদিন যদি তোমার সেই অপেক্ষা না যায়?’
ছিন্নভিন্ন করবো পৃথিবী যতক্ষণ খুঁজে না পাই!