মুখপানে চেয়ে দেখনা সেথা তামসী জমেছে কত
          তুমি শুধু উপরে দেখেছ উল্টেপাল্টে চেয়ে,
ভিতরকার দহন খুঁজে দেখনি জ্বলন্ত-বাসন্তী রঙ যত
          অন্তর মম বিরহিত সদা; দেহ জুড়েছ গেয়ে।


অল্প দিবসের গল্পকথা তুমি ভুলে গিয়েছ যেন সবকিছু
          নতুন তোমার দিবস-রজনী বয়ে যাই সুন্দর,
ভবিষ্যৎ যেন মুগ্ধ রেখেছে; অতিথ তবু ছাড়েনা পিছু
          তোমার বহমান সময় বেশ স্নিগ্ধ রেখেছে অন্তর।


থাকো তবে সুখে থাকো তুমি কোলাহলময় প্রেমেতে
          আমি তো ছিলাম সময় মাত্র তোমার হৃদয়ে,
এখন তোমার উদ্যমী প্রেম মিশে আছে যেন মনেতে
          নতুন পেয়েছ; পর করেছ আমায় তুমি ধেয়ে।


সুখের জ্যোৎস্নারা আজ তোমার হাতের মুঠো বন্ধী
          পলকে-পলকে জ্বলে-জ্বলে উঠে প্রতিক্ষণ,
তবু তোমার হৃদয় যেন অতীতের কারাগারে করে সন্ধি
          অসময়ের সুর নীরবে বাঁজায় পরিচিত-জন।