সে এক ভয়ানক যাতনার দৃশ্যপট—
তোমার ছেলেদের কেড়ে নিয়েছে প্রাণ,
মেয়েদের করেছে তারা হানি-সম্মান,
সোনালি রোদ বিছানো ছিল যেই সবুজে,
কেড়ে নিতে চেয়েছে তারা সবুজের মান।
চিরসবুজের গায়ে রক্ত জুড়েছে তারা,
শুনেনি কোন এক মায়ের আর্তনাদ,
তারা দলে-দলে বিছিয়েছে লাশ সারা,
সহস্র মায়ের সন্তানাদি করেছে নিপাত।


বিষিয়ে তুলেছে তারা দীর্ঘ নয়টি মাস!


অবশেষে ভেসে এলো যুদ্ধ-মৃত্যুর আবাস,
বীরেরা কাটিয়েছে আরো মৃত্যুর অবকাশ,
গেয়েছে সেদিন সুখে ভরা স্বাধীন জয়গান,
মৃত্যুর মৃত্তিকায় ছিল মা; কিছু বীর সন্তান।
ধন্য তুমি মাগো; ধারণ করেছ এই প্রাণ,
বীর-প্রাণ দিয়েছে সবারে এই স্বাধীনতা দান।