গ্রীষ্মের আভাসে খুঁজে খুঁজে পার
নশ্বর-অচেনা মনমাতানো সুগন্ধ,
বর্ষার প্লাবন জুড়ে এখন তোমার
অস্তিত্ব সব ঝরা জলে রেখেছি বন্ধ,
শরৎ নাছোড়বান্দা মানেনা বারণ
তোমার মতই সে ঢেলে দেয় সর্বস্ব,
হেমন্ত বরাবরি ঝরানো খেলে নিদারুণ
সেও তোমার মত আমায় করেছে নিস্ব,
শীতের উষ্ণতা যেন গ্রাস করতে ব্যর্থ
ছলনা সব জানি; করেছি অনেক পাপ!
বসন্ত জুড়ে সুরের কন্ঠ যেন নিঃস্বার্থ
তবুও কোমল হৃদয়ে বিরহের প্রলাপ।


আড়ালে কেঁদে গেছি আমি কত বসন্ত
পৃথিবীর বুক থেকে মিটিয়েছি তোমায়,
পাপ করেছি জানে হৃদয়; তবু শান্ত!
বিলুপ্ত স্মৃতি প্রতিশোধে জ্বালে আমায়।
আমি চোখ খুললে দেখি শুধু অন্ধকার
সেই আঁধারে দু'হাত বাড়িয়ে দিই,
জানি নিঝুম আঁধারে এই সন্ধি কার!
তবু অনুভবে তারে বাহুডোরে নিই।