বীণা হাতে  রয়েছ মাতা তুমি
তোমারে পূজি সর্বক্ষণ আমি,
তুমি তো মাতা বিদ্যার দেবী
আমারে দাও হে তোমারি প্রতিচ্ছবি।
তুমি মহান সৃস্টিকর্তার অর্ধাঙ্গিনী
সকল সুরের শ্রেষ্ঠ সুর ধারিণী,
অঞ্জলি রবে তোমার চরণে মোর সর্বাঙ্গ
তোমার কৃপা চায় সদা এই ক্ষুদ্র পতঙ্গ।
যেদিন বুঝতে শিখেছি বিদ্যার ধার,
পুস্তক হস্তে, কলম-খাতাতে, তোমাতে
খুঁজেছি সর্বক্ষণ বিদ্যার পাহাড়।
বিদ্যার দেবী, মঙ্গল করো সবার।
.
মাতা সরস্বতী প্রণাম মন্ত্রঃ
নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।


বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।