জীবন যুদ্ধে এই বৈদেশে
পেলো না কেও ঠাই,
দেশের মানুষ মা-বাবারে
স্বপ্নে দেখে যাই।


নানান দেশের মানুষ এতা
শ্রমের খোজে লিপ্ত,
একাকিত্ত কাটে না যার-
জীবিকা মিলিলে তিপ্ত।


রঙিন স্বপ্নের আহ্বানে সবাই
আহমরি হয়ে ছোটে,
বৈদেশ ক্লেশের ফল স্বরূপ-
যদি দেশে কিছু ফুল ফোটে।


যন্ত্রনায় কাটে সারা দিবস,
বৈদেশের বাসিনীর!
কারে বুঝাবে শেষ নাই এতা
মেহনতি কাহিনীর।


যে যার মত ছুটছে দেখ
অন্যের খবর নাই,
যে যার মত পেয়ে যাচ্ছে
তবু বলে কেও; আরো চাই।


মন পিঞ্জরে একটি ব্যথা
দিবে কবে স্বদেশ পাড়ি,
বৈদেশ মানে যন্ত্রণা আর
স্বদেশের সনে আড়ি।