ওই খানে ওই বাগান জুড়ে ফুলের ছড়াছড়ি,
           ফুঁটে থাকে নিজের বাগানে
       ইচ্ছে নেই যেন বোঁটা থেকে ঝড়ি।


ওই খানে ফুলের বাগানে চাঁদের পাহারাদারি,
         একটি ফুলও মুক্তি পাই না
  আমার লাগে এ তো চাঁদের বাড়াবাড়ি।


ওই খানে বাগানে রাত্রি জুড়ে নৃত্য করে ফুলেরা,
        দিনের বেলায় দেখা যাই না
  দিবানিশি ভিন্ন করে হৃদয়ে দেয় নাড়া।


ওই খানে বাগান; আমি আকাশের কথা বলছি,
         ফুল মানে ওই তারা গুলো
  সুন্দর বাগানের প্রেমের আলাপ শুনছি।


ওই খানে ওই বাগান জুড়ে প্রেমের আলাপ চলছে,
         আকাশ-তারা-চাঁদ মিলিয়ে
   আমিও দেখবো সবাই প্রেম কেমন নিচ্ছে।


ওই খানে ওই বাগানে আমার যেতে খুবই ইচ্ছে,
          একটু ছুঁয়ে দেখবো, দেখবো...
বাগান জুড়ে প্রেমের সেবা কেমন করে হচ্ছে।