সেই চেনা পথ আজও একা
নির্বাক আর আঁকাবাঁকা
সঞ্জয় হারানো তীর
অবসাদ ভেঙে চৌচির ।


সময়ের আকাশের শব্দ স্তব্ধ খোঁজে
নীল রঙ ঢেলে দেয় সেই জানালায়
ওরাই ওরাই ওরাই ।।


দুর্নিবার পথে দুর্বিষহ
বর্তমানের শ্মশান মানে ,
অবসাদ খোঁজে সৃতির পাহাড়
আকাশের সংগোপনে ।।


তদ্বির করে খুঁজে যায়
নেশাতুর সেইদিন,
ফেলে আসা স্মৃতি তে
স্বপ্নরা নেই যে রঙিন ।


তবুও আশ্বাস বিশ্বাস পেতে চাই
স্বপ্নহীন নীল সীমানায় ।
ওরাই ওরাই ওরাই ।।