ভাবেনি শাওণ ঝরবার আগে
বোঝেনি সে নেই ঘরে-
অবেলায় এলে, আমায় ভাসিয়ে
আজ ভরা ভাদরে ।।
খালি খাট আর ফাঁকা কড়িকাঠে
আটকে রয়েছে দিঠি;
খুঁট বাঁধা পরা শাড়ির আঁচল-
বুকে চেপে রাখা চিঠি।
সব দিয়ে দেব এই মন বলে
নেওয়ার হাতটা নেই-
শূণ্য হিয়ায় দেয়া ভেসে চলে
বিরহের পরতেই।।