আবার যদি দেখা হয়
দেখা হক ফাল্গুনীরাতে মনসাকাঁটার ভিড়ে-
সেদিনের সে আমি;
এদিনের হব না ত জেনো-
নিদাঘী মরুবালুরাশি ঠোঁট ছোঁয়া প্রতিজ্ঞার স্বরে
কোরকে খোঁজে না প্রেম,
যাকে তুমি ফেলে এসেছিলে
আর আমি হারিয়েছিলেম
কোন এক অজ্ঞাত আঘাতে।


তাই মন বলে মনে মনে
নেই ক্ষতি দেখাদেখি বন্ধ তা হলে..
তবু যদি দেখা হয়
পিচ গলা রাস্তার ঢালু কিনারে...
দেখা হক মধু ত্রিযামায়
ফণিমনসার বুকে, মনের ভিতরে