এই ছেলেটা-
এক মুঠো রোদ
শিশির ভেজা ঘাসের ডগায় দে ছড়িয়ে-
শিউলি হয়ে পরুক ঝরে
হাসি যত,
স্বপ্ন হয়ে
আকাশ ছুঁয়ে;
ধর জড়িয়ে ঘুমের পালক-
মার হাতুড়ি।
পোত না পেরেক;
বানা সিঁড়ি চাঁদের দেশে।


এই ছেলেটা-
শুনতে কি পাস আমার কথা?
কলম চালাস নিজের মত একলা ঘরে।
বেকার বসে কাব্যি করিস-
ভাবিস একা,
কেই বা দেখে, কেই বা পড়ে !!


এই ছেলেটা -
হিংসুটে তুই ডানপিটেটা..
একর জমি গাছ পুঁতিয়ে হচ্ছে সবুজ।
একলা আমি প্রদীপ জ্বালাই ঠাকুর ঘরে।
আসিস না আর-
ঠোঁটের পরে রাখিস না ঠোঁট-
ঝড় আসেনা নিশুত বাড়ির চিলেকোঠায়।


রোদের দেশে
চড়কা কাটা বুড়ির সুখে ছাই-
এই ছেলেটা,
কেউ লেখেনি
আজগুবিটা-
ভাবতো দেখি ??
সেই ত' ছিল বেশ ভাল তোর
ভাব আর আড়ি।
আজকে রাতে ঠিকই যাব চাঁদের বাড়ি।


তুই ছেলেটা দস্যি তখন -
খুঁজিস একা।
কল্পনা তোর আমার সাথে
তেপান্তরের রোদ হয়েছে।।