শেষবারের হুইশেল বাজিয়ে
গাড়ি ছুটল কোলকেতার পথে;
দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাল-মাটি
হাতছানি দিয়ে ডেকে যায়-
তোমার নত নম্র দৃষ্টি উচ্চারণ করে
বিদায়ের শেষ বাণী।
মনে কি রেখেছ-
গ্লানি ??
মনের উতকন্ঠায় গাছগুলো ম্লান হয়ে যায়।।
আমি কাঁদব না আজ পথিক
কাঁদব না আজ যাত্রাপথে--
তোমার যাত্রা হল শুরু।।
হুইশেলটা বাজাতে বাজাতে
রেল ঢুকল কালের আবর্ত পেরিয়ে কোলকেতাতে.........


আমি চলতে গিয়ে হোঁচট খাব বলে,
চলা তোমার বন্ধ হল না যে.....!!
বন্ধু আমার,
শ্রান্ত মনে সুর দিয়ে আজ কোথায় লুকিয়েছ?
আমার বে-সুরেতে মরছি ঘুরে তোমার সুরের খোঁজে-


আমার খোঁজা হয়নি সারা শ্রাবণ আকাশেতে.....
যখন দেখি মেঘের কোলে হাসছে কাল-রবি,
সূর্য ডুবল পাটে..।।