বাড়ির ঐ উত্তর পাশ থেকে আসছে মিষ্টি মাখা গন্ধ,
কতইনা লাগছে ভালো,আহা লাগছে কি আনন্দ!
এ যেন এক মৌনমুগ্ধকর মিষ্টি মধুর হাওয়া,
আর এরই সাথে যত ফুলের গন্ধের আসা যাওয়া ৷


বাগানের সাথে আছে কিছু লম্বা শিমুল গাছ ,
গাছের উপর বসে পাখি উড়ে যায় বাগানের চারই পাশ ৷
বাগানে আছে বেলি,রঙ্গন,জুঁই রকমারি ফুল,
প্রতিদিন একটি হলেও নিতে কেউ করেনাতো ভুল ৷


দক্ষিণ বাড়ির একটি ছেলে বয়স হবে নয়;
প্রায়ই করে ফুলের আবদার না দিলে করে বাগানের ক্ষয় ৷
শীত কালে গোলাপের পাতা ঝরিয়া পড়ে,
হাসনা-হেনার মিষ্টি গ্রাণে সকলেই প্রশংসা করে ৷


বর্ষাকালে ফুটে বহু জাতের ফুল,
গন্ধরাজের গন্ধ যেন সবচেয়ে অতুল ৷
পাখি গায় গান বসে বাগানের ধারে,
পাড়ার যতো ছোট ছেলে সেথায় খেলা করে ৷
সুন্দর বাগান দেখিতে সকলেরই ভালো লাগে,
বাগান সুন্দর করিতে পরিচর্যা করো আগে ৷