নিশি. . . .
আমি ভালোবাসি
তোমার ওই উজ্জ্বল মুখে
যখন দেখি, অপূর্ব রাঙা হাসি!
আমি যে বড্ড ভালোবাসি।


নিশি. . . .
তোমায় দেখি পাশাপাশি,
কল্পলোকে স্বপ্নীল আবেশে
নীল চাদর গায়ে জড়িয়ে,
তুমি অনন্য ও মহিয়সী।


চলো না আজ দু’জন ভাসি,
করি ভালোবেসে, ভাবনাহীন মাতামাতি;
কোথাও থাকবে না কেউ,
পাহারায়, থাকবেও না কোন দাসী!


নিশি. . . .
দেখতে চাই না দুঃখী তোমায়,
দেখতে চাই শুধুই – হাসি ও খুশী!
তোমার পাগল করা হাসি;
আমি যে . . . . . . বড্ড ভালোবাসি।।