চাঁদের আলোয় চলছে আলাপ,
সাথে সাথে পুরানো দিনের কতো প্রলাপ,
হাওয়ায় দোলে, মাতাল মনে
হাসিতে ভরিয়ে সব জনে জনে,
কটূক্তি যা আছে, ফেলে গহীন বনে।।


আকাশের বুকে তারা খসে,
দেখি সবাই মনোবাসনা নিয়ে বসে
সবুজ ঘাসে, হঠাৎকরেই মাসে মাসে;
খুঁজছি তবুও কাকে আমার পাশে??


ঘুরবো আমি বিশ্ব একাই চষে
সুযোগ পেয়ে যাবোই
কোন না কোন এক মূল্যহ্রাসে!!
ভাগ্যের লটারী জিতবো আমি
জানি যাত্রা অবশেষে, দেশে দেশে।।