কারে যে বুঝাবো
নিজের মনের কথা?
হয়েই তো আছি এক ভবঘুরে,
যতোই বলি নিজের ব্যথা
রয়ে যায় তা হয়ে
অন্যের বানানো কটুকথা।।


আপন বলে জানি যাদের,
তারাই শুনে যায় বোল সব অন্যের।
বিশ্বাস?? সে’ত মনের ব্যপার,
যতোই আমি করতে চাই এদের তাড়া।
নিজের রক্তই যখন
রটানো সুতোয় মত্ত,
কী করে বলে কয়ে আমি
বানাবো নিজ ভক্ত!!


থাকুক না সব, খারাপ যতো আছে ছুঁতো
হয়ে আমার সাথী;
আপন না হয় ভাগ হয়েছে
ছড়াতে তাদের নিজের ক্ষত।
কেড়ে নিলেও কেউ কোন অমূল্য সম্পদ,
তাতে কী আসে যায় কার??
“নেশায় মত্ত মাতাল আমি”
এটাই তো আপনজনদের মূল ভাষ্য!!


হতবাক আমি আজ,
বোঝানো কাউকে নিজ উক্তি
নয়তো মোর কাজ।
সবাই যে সবই বুঝে
কিন্তু, পুরোটাই নিজেরই মতন করে,
না হয়___ হয়ে উঠে সবজান্তা
দূর থেকে ভেসে আসো
ভাব-সম্প্রসারণের সুরে সুরে।।


মনের ব্যথা যে উঠে বেড়ে;
লেখার মাঝেই যেনো সব
আবেগ হয়ে ঝড়ে,
প্রতিটা অক্ষরের গহীন সব মায়ার তোড়ে!!