জানালাটা একটু মেলতেই শুনি
বাইরে টিপ টিপ বৃষ্টির ধ্বনি।
কাগজ কলমে ছড়ানো বিছানায়_____ আমি একা
পা মেঝেতে নামিয়ে বসে;
অন্ধকার ঘর……
মুঠোফোনের আবছা আলোয় তুলেছি রাঙিয়ে।।


ভাবছি বসে আনমনে……
তোমাকে…… শুধু তোমাকেই………
থাকতে চাই সারা জীবন আমি তোমাতেই।।


কী লিখবো সাদা কাগজে?
কলম যে আছে থেমে!
দেহের ভেতরের সব লাল রঙা কালি
সবই তো গেছে শুঁকিয়ে।
ধার করে কালি, লিখতে লিখতে
মগজে থাকা কথার ঝাঁক
কোথায় যেনো মারছে উঁকি…
শহরে আজ বৃষ্টি নেমেছে
মন’তো ছুঁতে ব্যাকুল
ভেজাতে দেহ,
করতে চাইছে আজ সব ভুল।।


মেঘে মেঘে গর্জন, করেই আকাশ চলেছে
ডাকছে আমায় ভিজতে জলে,
মুছতে সব মনের ক্ষত
ক্লান্ত হয়ে আমি ভীষন আহত
খুঁজে চলেছি তোমার হাত।
অবশেষে দাঁড়ালাম আমি
হাতটি দিলাম বাড়িয়ে,
জানালা ঘেঁষে, চোখটি বুজে
অবশেষে দেখা মিলে গেলো তোমার……
কল্পনাতেই জড়িয়ে ধরে
আনন্দে ভিজে হলাম একাকার।।