চাঁদটা আজ আশায় ছিলো বসে,
যাবো আমি কাছে
বলবো বসে কথা;
আশায় রেখে চাঁদকে আমি,
ঘরে ফিরি আপন মনে।।


বসে বসে নেশার জালে,
আনন্দে আমি মত্ত।
এখন ভাবি____
পারলাম না আমি আর রইতে সত্য।।


অপরূপ সুন্দর সাজে সজ্জিত ছিলো
আমার চাঁদের দেহ,
চারদিকে বসে আলো ছড়িয়ে;
দেখালো আমায়____
সে হীরের চেয়েও যে বেশী দামী।।


খুচরো ভাঙ্গা পয়সা খুঁজি আমি,
হীরা জ্বলে জ্বলজ্বল করে জানি।
তাকাবো না আমি,
শুনবো না আমি
অন্য কারো কাহিনী,
হোক সে ক্লিওপেট্রা বা অন্য কোন রাণী।।