কতো যে ধ্বংস আমরা করে চলেছি
পৃথিবীর এই বুকে,
আজও পারেনি কেউ বুঝে উঠতেঃ
গড়ে তুলছে সবাই অট্টালিকার তাজমহল….


যেখানেই তাকাই____
শুধু দেখে যাই____
মাটি পোড়া খন্ড সবখানে,
আঠা লাগিয়ে যেনো তুলছে গড়ে
কতো কতো দালান কোঠা
পৃথিবীরই বুকে, পৃথিবীতে চড়ে।।


দেশগুলো তো আমাদেরই গড়া,
ইতিহাসেই তো রয়েছে সব
হয়ে আজ মোদের লেখাপড়া।


মাটির লোভ, টাকার ক্ষোভে
সৃষ্টি আজ শত শত দেশ;
ঘরের মাঝে আজ ঘর তুলে
সবই করছি শেষ,
তালা মেরে বন্ধ করা সব
বাড়ছে হিংসা ও হানাহানির রেশ।।


একা একাই
আজ বলে যাই শুধু
........ “এই কী আছি বেশ???”