ঘেউ ঘেউ করে কুকুর ডাকছে!
কার পায়ের শব্দ যেনো মিলিয়ে যাচ্ছে
বারবার, ঘরের বাইরে।
একটি ছায়া শুধু বেড়াচ্ছে ঘুরে
আমার জানালার পাশ ধরে;
অদ্ভুত এক রাত্রি!!


দূরে ট্রেনের আওয়াজ____
ঝিক ঝিক শব্দ ভেসে আসছে,
মশাগুলো উড়ছে হয়ে ক্ষুধার্ত;
কানের কাছে অনবরত অবিরাম
এই কথাই বলে চলেছে।
কেউ আবার না জানিয়ে
ফুটিয়ে যাচ্ছে সুঁই,
আমার মনের সব ভাবনার অবচেতনে।।


কারো কাশি যেনো শুনতে পাচ্ছি____
জবাবে তাই আমিও কেশে উঠি;
কিন্তু, জবাব আবার যেনো ফেরত পাই।
চলতে লাগলো পর্ব
জবাব দিলে ফিরতি আসার;
হঠাৎ বুঝলাম...... এ তো আমাকেই ডাকছে!!


বুঝে উঠতেই আযানের ধ্বনি____
সকাল যে হয়ে গেছে;
কাটালাম আমি একা নির্ঘুম
অদ্ভুত এক শান্ত রাত।।