শূণ্যতায়, নেই কোন অর্জন,
আছে শুধু___ অনুভূতির গর্জন।


আপন বলতে বুঝি আমি শুধু যে –
আমি আমার, নিজেরই,
খুঁজে ফিরি আপনকেই তাই
পথে ঘাটে, বনে বাদাড়ে
ঘুরে ঘুরে।


মনটা আমার সমতুল্য,
কালো আঁধারের ঘর।
কেমন করেই বা শূণ্যে করলো প্রবেশ
কালো মেঘের দল?


তবুও...
আমি’তো আমারই।
এখন, যা-ই করি, যেভাবেই করি
শুধু যেন, দিন কাটিয়ে যেতে পারি।


সবার কাছে, সবার মাঝে
এখন এটাই শুধু প্রত্যাশা করিঃ
ভালোবাসতে যেন – বিশ্বাসের,
কোনদিন, কারো না হয় ছাড়াছাড়ি।।