বৈশাখের তীব্র শত গরম, অনুভব
ঘরের ভেতরে ও বাহিরে;
তবুও, চারিপাশ মনোমুগ্ধকর বাতাস,
এ যেনো, শত কষ্টেও, দূরের নীল আকাশ,
শুধু ভালোবাসারই প্রকাশ।।


হাওয়ার মুখোরিত বেগে, হৃদয় আমার দোলে
উচ্ছ্বসিত মন, যাই গানের সব কথা ভুলে;
নিজেই বুলিয়ে যাই নিজেরই আঙ্গুল, নিজেরই মাথার চুলে,
গাইতে যে চাইছি গান, আজ প্রাণ খুলে,
সবুজ বনে চাই যে হারাতে, ভাবনা সব রেখে তুলে।।


খুঁজবো সেথায় মায়া, কল্পনার কায়া,
মিলবে দেখা জানি আমি, বিশ্বাসেরই ছায়া।।