সময়??
কে বা না কাটাচ্ছে??
শুয়ে, বসে, ঘুমিয়ে,
কাজ কর্মে, অর্থ উপার্জন করে___
যে আজ যা-ই করছি
এ’তো শুধু একাকীত্ব দূরে রেখে
সময় কাটিয়ে যাওয়া।।


দিন শেষে ঘরে ফিরে
সেই অগোছালো বিছানা;
অন্ধকারে সময়...
নয়’তো সহজ কাটানো!!
যারা পারছে কাটাতে
তারা নাকি মানব সমাজে
কুখ্যাত ও অভদ্র!!


ভদ্র মানুষ তো তারাই,
যারা কান পেতে শুনে
ভাঙ্গে অন্যের দেয়াল,
লুকিয়ে লুকিয়ে দেখে অভদ্রতা;
ছড়িয়ে কানে কানে, ভাবে কতো ক্ষমতা!!


মৌ-মাছির মধু কিন্তু
ঢাকা থাকে, মৌমাছি দিয়েই,
ঢিল ছুড়লে তো কামড়াবেই!!
এটা’তো মধু মাত্র
বিষ’তো নয়!!!


বিষে মৃত্যু হতে দেখলে,
কেউ বলবে না___ আমি দেখেছি লুকিয়ে লুকিয়ে
চুরি করতে গিয়ে অন্যের কাটানো সময়,
কোন এক ছলে।
তবুও, সবাই____
মধুর কথাই যাবে বলে,
ভাঙতে চেয়ে, খেতে চেয়েও,
পারেনি যে কেউ-ই ছুঁতে!!!