মুখোশ খুলে কী ভুলটাই না করলো,
শনি-তে হয়তো লাগতে চললো গ্রহণ…
লোভে পরে দিচ্ছে লেলিয়ে
কুকুর বিশিষ্ট কিছু মানুষ রূপী জন্তুকে।


সময় করতে অপচয় এসেছি এ ধরায়,
কেউ বেছে নেয় অন্যের চরকায়
কীভাবে তেল যায় ভরা!
আগের আমি থাকতাম যদি
মানতাম না’তো কোন বাঁধা;
ইকবাল রোডের কোণায় কোণায়
আমার খারাপের সব
আজও হয় রটারটি।
শুনতে চাও?? তো খুঁজে নাও গিয়ে
কী ছিলাম আমি, আর
হয়েছি আজ কী??


আমি’তো বাঘ-ও না ভাল্লুকও না,
তবুও আমি জানি তুমি
ভয় পেয়ে যাবে শেষকালে।
মারামারি করবো না’কো
এটা রেখো শুধুই জেনে।
আমার ক্ষতি ভাবতে গেলেই
বিধাতা সইতে না পেরে, যায় ক্ষেপে;
ঘটায় প্রলয় ভাবুক ঘরের
সকলের উপর একের পর এক করে।।


পাহারা দেয়ার ছলে যে
রাস্তায় আছে দাঁড়িয়ে,
আমার কথা প্রচারে নেমে
ভেঙ্গেছে সিন্ধুক আপন দুয়ারের।।


ভালো আছি,
ভাল থাকো,
নিজের চরকায় তেল দিয়ে
নিজেকে সুখে রাখো।।