সারাটা রাত ঘুমাইনি...
শুধু ভেবেই গেছি,
কখন তুই মেলবি আঁখি?
কখনই বা আমি বলবো কথা?
আমার মনে যা আছে
লুকানো বা গুপ্ত,
করবো প্রকাশ জনে জনে
তোর মনটাকে করতে তৃপ্ত;
করবো না’কো তোকে ক্ষিপ্ত!!


মনের টানে শেষ পর্যন্ত
তোকে পেলাম খুঁজে।
ইশারায় শেষে দিলাম ডাক
সুদীর্ঘ রাত পাড়ি দিয়ে,
ঘর তো আমার তোরই জন্য
অগোছালো করে রেখে,
শুণ্য বিছানায়
শুণ্য চাদর,
তোরই অপেক্ষায় যে চেয়ে থাকে।।


আমার ডাকে একসময় দিলি সাড়া,
অজান্তেই সুখ ভেবে
মনটা শুধুই দিচ্ছে নাড়াচাড়া।
কোনটা কী আছে তোর জানা??
তাচ্ছিল্য আজ তোর প্রত্যেকটি ছোঁয়ায়
আমি করতে লাগলাম অনুভব,
বসে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে
জোর করেও পেলাম না সেই অনুভূতি
যা তুই ফেলেছিস হারিয়ে,
নয়তো হয়তো দিয়েছিস কাউকে আপন
যে রয়েছে গোপন,
আমার সব আগাম দেখা ইতিহাসকে করে স্বপন।।


কতো আশা বুকেতে ছিলো
দেখবো দু’জনে হলে সিনেমা,
জড়িয়ে গায়ে পাঞ্জাবী আর পায়জামা
যাবো তোকে নিয়ে উদ্দেশ্যহীন।
চুকাবো সব, যদি থাকে কোন দেনা-পাওনা,
হাঁটবো একা, রাস্তা ফাঁকা,
নেই কোলাহল...
শুধুই বিস্তীর্ণ পথ;
আশা আমার, আমাকেই করলো হতাশ।।