গাছ পাথরে মাপতে হলে বৃদ্ধই বলা যায়
স্বাধীনতার সত্তরে চুল-দাড়িতে পাক ধরেছে,
প্রবীণত্বে দড়-কাঁচা বিদ্ না-বালক দীনতায়
বিপন্ন-আশ সুদীর্ঘশ্বাস হা-হতাশায় ঘিরেছে।


কর্ম কান্ড শাখা প্রশাখায় বিস্তৃতি সুদূর প্রায়  
আশা প্রত্যাশা সূর্যের দিকে উদগ্রীব হয়ে চায়,
চন্দ্র প্রভায় চোখ মেলেছে উদাস স্বপ্ন ঘোরে
মলিন সবিতা উঁকি দেয় মুখভার এই ভোরে।


এখনো গুনছি সময়ের শাপ অবাধ্য অনুশাসনে
অজ্ঞাত ভয়ে হরিণ-ভীতি মুখ লুকিয়ে প্রশ্বাস,
গায়ে লাগা দীন-কলঙ্ক কালিময় সারা বসনে
পরিমাপহীন অপরাধ-বোধ চারধার ঘিরে সন্ত্রাস।


সকালটাকে সকাল দেখলে দুপুর বেলা দুপুর
বোধ উদয়ের পুণ্য প্রভাতে বিভ্রম হবে দূর,
আবার উঠবে সকালের রোদ সোনা-রঙ ভরা
সুবাতাস বয়ে যাবে সারাবেলা কলঙ্ক ভয় ছাড়া।