সাতটি মেয়ে সাতটা তারার কক্ষ
প্রধান শিক্ষক অবাক হয়ে দেখেন
পড়া নাচ গান খেলায়ও তারা পক্ক
সাত-বিষ্ময় নামে তাদের ডাকেন।


শীতের শুরুর ঠান্ডা উঁকি মারে,
সকাল বেলা স্কুলের পথে গিয়ে
প্রথম  খবর  মুন  এনেছে  ধরে
পাঁচটা ছেলে একটাইতো মেয়ে!


স্কুল ফিরে  পথেই  সভা  হলো;
মেয়েটির নাম প্লুটো হলো রাখা
বাচ্চাগুলো নাদুস-নুদুস ভালো,
খাওয়া শোবার ব্যবস্থাটা পাকা।


প্লুটোর আদর ক্রমে বেড়েই চলে
অন্যগুলো এদিক ওদিক ঘোরে,
লেজটি নেড়ে বিদায় দেবে বলে
স্কুলের পথে প্লুটো আসে দৌড়ে।


ফেরার সময় প্লুটোর মনে থাকে
লেজটা নেড়ে হাজিরা দেবে তাই,
সাতটি মেয়ের দৃষ্টিসীমার বাঁকে
উল্টে গিয়ে  আদর খাওয়া চাই।


সময় পেরিয়ে প্লুটো বড়ো হলো;
বয়স-প্রাপ্তি হতেই পারে, ভালো
তাই বলে ছঃ টা ছেলে! বলো?
সাত বিষ্ময়  অবাক  হয়ে গেল!


পরের বছর আবার ছ'টা এলো
অল্প দিনেই প্লুটো পল্টনে ভরা,
সাত বিষ্ময় সেইযে চুপটি হলো
দক্ষিন হাওয়া দিয়ে গেল ধরা।